শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামাতে বিতির পড়ার পর তারাবি পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

জামাতে বিতির পড়ার পর তারাবি পড়া যাবে?

তারাবি পবিত্র রমজানের বিশেষ ইবাদত। তারাবি পড়ার সাধারণ নিয়ম হলো- আগে এশার নামাজ পড়বে, এরপর দুই রাকাত এশার সুন্নত নামাজের পর তারাবি পড়বে। তারাবি শেষ হলে ইমামের সঙ্গে বিতির পড়বে। কিন্তু অনেকসময় দেরিতে মসজিদে উপস্থিত হওয়ার কারণে এশার ফরজ ও সুন্নত পড়েই হাফেজ সাহেবের পেছনে তারাবির নামাজে শরিক হতে হয়। আর তারাবি শেষ করেই যেহেতু বিতিরের জামাত শুরু হয়, তখন বিতিরের জামাতে শামিল হতে হয়।

এক্ষেত্রে বিতিরের পরে ছুটে যাওয়া তারাবি পড়া জায়েজ কি না কিংবা পড়লেও শুদ্ধ হবে কি না জানতে চান অনেকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: তারাবি না পড়লে কি রোজার মূল্য কমে যায়?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইমামের সঙ্গে বিতির নামাজ পড়ার পর তারাবি পড়লে সমস্যা নেই। সাধারণ নিয়ম অনুযায়ী যদিও বিতির নামাজ তারাবির পরে পড়াই উত্তম; কিন্তু এক্ষেত্রে জামাতের সাথে বিতির পড়ার স্বার্থে তারাবির বাকি অংশ বিতরের পরে পড়ে নেওয়া উত্তম।

(হেদায়া: ১/১৫১; ফতোয়ায়ে খানিয়া: ১/২৩৫; ফতোয়ায়ে বাজজাজিয়া: ১/২৯; শরহুল মুনইয়াহ পৃ-৪০৪, ফতোয়ায়ে হিন্দিয়া: ১/১১৭, বাদায়েউস সানায়ে: ১/৬৪৪; আলমুহিতুল বুরহানি: ২/২৫২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর