সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদি আরবে কোরআনের দুর্লভ কপি প্রদর্শন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

সৌদি আরবে কোরআনের দুর্লভ কপি প্রদর্শন

সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪২টি বিরল কোরআন শরিফ প্রদর্শন করা হয়েছে। এসব কোরআনের মাধ্যমে ফুটে উঠেছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বিষয়টি। এটি আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কোরআন শরিফগুলো রাখা হয়েছে।

রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।


বিজ্ঞাপন


প্রদর্শনীর উদ্বোধনীতে লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান বলেছেন, তাদের কাছে কোরআনের দুর্লভ কপি রয়েছে, যেগুলোর মধ্যে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন শরিফ রয়েছে।

quran1

গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে, যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরনো পাণ্ডুলিপি। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সৌদি আরবে আসেন। এসময় অনেক পবিত্র মক্কা নগরীর কাবাতে ওমরাহও পালন করে থাকেন। এছাড়া মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যান অনেকই।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর