ডায়াবেটিস মাপার যন্ত্র গ্লুকোমিটারে একটি সূক্ষ্ম সুঁইয়ের সাহায্যে আঙুলের ডগায় খোঁচা দিয়ে রক্ত বের করতে হয়। সেটি মেশিনে ঢুকিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য নিয়মিত রক্তের সুগার পরিমাপ করা অত্যন্ত জরুরি। প্রশ্ন হলো- রোজা অবস্থায় এভাবে রক্ত বের করলে কি রোজার ক্ষতি হবে?
এর উত্তরে হলো- ডায়াবেটিস পরীক্ষা অর্থাৎ শরীর থেকে রক্ত বের করে পরিক্ষা করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। রাসুল (স.)-এর সাহাবি ইকরিমা (রা.) বলেন, নবী কারিম (স.) হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং রোজা অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। (বুখারি: ১৯৩৮; মুসলিম: ১১০৬; আবু দাউদ: ২৩৭২)
বিজ্ঞাপন
আরও পড়ুন: রক্ত দিলে রোজা ভেঙে যায়?
সাধারণত শরীর থেকে কিছু বের হলে ভাঙে না। তাই রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। আবার কাউকে রক্ত দিলেও রোজা ভাঙে না। স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে শরীরে কিছু প্রবেশ করলেই কেবল রোজা ভাঙে।
সুতরাং রোজা রেখে ডায়াবেটিস মাপলে বা পরীক্ষার জন্য অথবা রোগীর জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না। কিন্তু কাউকে রক্ত দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে— কেউ যদি শারীরিকভাবে এমন দুর্বল হয় যে, রক্ত দিলে সে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবে; তাহলে তার জন্য রক্ত দেওয়া মাকরুহ। (আহসানুল ফতোয়া: ০৪/৪৩৫)
বিজ্ঞাপন
সাবিত আল-বুনানি (রহ.) বলেন, আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করা হলো যে, রোজাদারের জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে কি আপনি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন- না, আমি অপছন্দ করি না। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (বুখারি: ১/২৬০; আহসানুল ফতোয়া: ৪/৪৩৫)

