সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দ্বীনি জ্ঞান ও নেক আমল বিশেষ বান্দাদের নেয়ামত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

দ্বীনি জ্ঞান ও নেক আমল বিশেষ বান্দাদের নেয়ামত

আল্লাহর দয়া অফুরান। সব বান্দার প্রতিই তাঁর দয়া রয়েছে। কিন্তু কিছু বান্দার প্রতি রয়েছে তাঁর বিশেষ দয়া ও ভালোবাসা। হাদিসেই এর প্রমাণ রয়েছে। হাদিসের বর্ণনামতে আল্লাহর ভালোবাসার দুটি আলামত হলো- দ্বীনি জ্ঞান অর্জন ও নেক আমলের অবারিত সুযোগ। 

রাসুলুল্লাহ (স.) বলেছেন—‘আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বণ্টনকারী।’ (বুখারি: ৭১; মুসলিম: ১০৩৭; মেশকাত: ২০০) 


বিজ্ঞাপন


আনাস (রা.) হতে বর্ণিত অপর হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেন—‘আল্লাহ তাআলা যখন তাঁর বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন, তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসুল (স.)! কীভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তাওফিক দান করেন’। (তিরমিজি: ২১৪২; মেশকাত: ৫২৮৮) 

আরও পড়ুন: আল্লাহর ভালোবাসা লাভের দোয়া

প্রজ্ঞা বা দ্বীনি জ্ঞান যাদের নসিব হয়, তারা পরম ভাগ্যবান। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বুদ্ধিমান লোকেরাই তো নসিহত গ্রহণ করে থাকে। (সুরা জুমার: ৯)

দ্বীনি আলেমরা আল্লাহর পরিবারভুক্ত ও বিশেষ বান্দার অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘মানুষের মধ্যে আল্লাহর কিছু পরিবারভুক্ত লোক আছে।’ সাহাবারা জিজ্ঞেস করলেন, তারা কারা? তিনি বললেন, ‘যারা কোরআনের ধারক-বাহক; এরা আল্লাহর পরিবারভুক্ত ও তার বিশেষ লোক।’ (তারগিব ওয়াত তারহিব: ০২/৩০৩)


বিজ্ঞাপন


আর নেক আমলের মাধ্যমে মানুষের ভেতরের ময়লা দূর হয় এবং বান্দা আল্লাহর মাকবুল বান্দাদের নিকটবর্তী হয়। তাই আল্লাহ তাআলা পছন্দের বান্দাদের বেশি বেশি নেক আমলের সুযোগ দেন। হাদিসে এসেছে, ‘আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করল, পবিত্র করেন কীভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তাওফিক দেন। অতঃপর তার ওপর তার মৃত্যু ঘটান’। (সহিহুল জামে: ৩০৬)

আরও পড়ুন: বান্দার দুই গুণ আল্লাহর অনেক পছন্দ

যারা আল্লাহর ভয়ে নেক আমলে অগ্রগামী হয়, তারা দ্রুত কল্যাণ লাভ করে। ‘নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত, যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে, যারা তাদের পালনকর্তার সঙ্গে কাউকে শরিক করে না এবং যারা যা দান করবার, তা ভীত কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে, তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী। (সুরা আল মুমিনুন: ৫৭-৬১)

নেক আমলকারীরা ধন্য। হাদিসের ভাষায় সুমিষ্ট। ইরশাদ হয়েছে ‘আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন সে বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞেস করা হলো সুমিষ্ট কী? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন। অতঃপর এর ওপরই তার মৃত্যু হয়’। (আহমদ: ১৭৮১৯; সহিহ ইবনে হিববান: ৩৪২; সহিহাহ: ১১১৪)

আল্লাহ তাআলা আমাদের দ্বীনি জ্ঞান অর্জন ও বেশি বেশি নেক আমলের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর