ঈমান আনার পর সবচেয়ে বড় ইবাদত নামাজ। এটি ফরজ ও ইসলামের অন্যতম রুকন। তাই নামাজ মনোযোগের সঙ্গে সুন্দর ও শুদ্ধভাবে পড়ার চেষ্টা থাকা জরুরি। এরপরও ভুল-ভ্রান্তি হয়ে যেতে পারে। অনেকসময় জানা বিষয়েও মানুষের ভুল হয়ে যায়। প্রশ্ন হলো- নামাজে কেরাত পড়ার সময় কোনো আয়াত ছুটে গেলে সাহু সেজদা দিতে হবে? নাকি সাহু সেজদা ছাড়াই ওই নামাজ শুদ্ধ হবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন- কোনো আয়াত মিসিং হয়ে গেলে তা নামাজের ভেতরে স্মরণ হলে আয়াত দোহরিয়ে নেবে। না দোহরালেও নামাজ হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত এমন করা মাকরুহ। মূলত একটি আয়াত মিসিংয়ের জন্য সাহু সেজদা ওয়াজিব হয় না।
বিজ্ঞাপন
নামাজ ভঙ্গের ১৯ কারণ
একাকী নামাজে ইকামত দেওয়ার বিধান কী
ভুলে তিন সেজদা দিলে নামাজ হবে?
তবে এর কারণে তিন বার সুবহানাল্লাহ বলা সময় পরিমাণ চুপ থাকলে সাহু সেজদা ওয়াজিব হয়। (ফতোয়া তাতারখানিয়া: ২/৬৭; তাহতাবি: ২৫৮; আপ কে মাসায়েল: ৪/৫৭)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের মতো মহান ইবাদত বিশুদ্ধভাবে আদায় করার তাওফিক দান করুন। নামাজ সংক্রান্ত মাসায়েল জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

