আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে প্রচিলত রয়েছে যে, মসজিদে গিয়ে আগে একটু বসা উত্তম, তারপরেই নামাজ শুরু করা উচিত। এটি সঠিক নয়, বরং মসজিদে গিয়ে প্রথম কাজই হবে নামাজ। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যখন কেউ মসজিদে প্রবেশ করবে তখন যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। (সহিহ বুখারি: ১১৬৭; সহিহ মুসলিম: ৭১৪)
বিজ্ঞাপন
সুতরাং মসজিদে প্রবেশের পর না বসে তাহিয়্যাতুল মসজিদ আদায় করাই সুন্নত। তবে নামাজের নিষিদ্ধ সময়ে কিংবা ফরজ নামাজের ইকামত শুরু হলে অথবা খতিবের খুতবা পাঠ শুরু হয়ে গেলে তাহিয়্যাতুল মসজিদ আদায় করা থেকে বিরত থাকবে। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, পৃষ্ঠা-১০২০)
আরও পড়ুন: ফজর ওয়াক্তে তাহিয়্যাতুল মসজিদ পড়া যায়?
তাহিয়্যাতুল মসজিদ পড়ার সময় না থাকলে নির্ধারিত ওয়াক্তের সুন্নত পড়লেই তাহিয়্যাতুল মসজিদ বলে গণ্য হবে। ফিকহের কিতাবে এসেছে, ‘যে নামাজের আগে সুন্নতে মুয়াক্কাদা আছে, ওই নামাজের আগে মসজিদে প্রবেশ করে সুন্নতে মুয়াক্কাদা পড়লে তাহিয়্যাতুল মসজিদ আর পড়তে হয় না। কারণ তখন এই সুন্নতই এই নামাজের স্থলাভিষিক্ত ও যথেষ্ট হয়।’ (মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যাহ: ১৫/৬৭)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মসজিদকেন্দ্রিক বিভিন্ন আমলসহ সকল বিষয়ে নবীজির সুন্নাহ মেনে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
বিজ্ঞাপন

