রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চতুর্থ রাকাতে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩, ০২:১২ পিএম

শেয়ার করুন:

চতুর্থ রাকাতে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়

ফরজ নামাজের শেষ বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে অতিরিক্ত রাকাতের সেজদা না করা পর্যন্ত স্মরণ হওয়ামাত্র বৈঠকে ফিরে আসবে এবং সাহু সেজদার মাধ্যমে নামাজ সম্পন্ন করবে। কিন্তু অতিরিক্ত রাকাতের সেজদা করে ফেললে নামাজটি আর ফরজ থাকবে না।

তখন চার রাকাত অথবা ছয় রাকাত পূর্ণ করবে এবং সাহু সেজদার মাধ্যমে নামাজ সম্পন্ন করবে। তখন পুর্ণ নামাজটি নফল হয়ে যাবে‌। ফরজ নামাজ পুনরায় আদায় করতে হবে। (আলবাহরুর রায়েক ২/১০২; আলমুহিতুল বুরহানি: ২/৩২২; ইলাউস সুনান: ৭/১৭৪; শরহুল মুনইয়াহ: ৪৬২-৪৬৩; আদ্দুররুল মুখতার: ২/৮৫)


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রথম রাকাতে ভুলে সুরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে কী পড়বেন?

উল্লেখ্য, পঞ্চম রাকাতের জন্য দাঁড়ানোর সাথে সাথেই সাহু সেজদা আবশ্যক হয়ে যাবে। যারা বলেন, তিন তাসবিহ পরিমাণ দেরী না হলে সাহু সেজদা আবশ্যক হবে না, তাদের বক্তব্যটি সঠিক নয়। (মুসতাদরাক আলাস সাহিহাইন: ১/৩২৪, ২/৪৬৮, নম্বর: ১২১২; দারু কুতনি: ১/৩৬৫, নম্বর: ১৩৯৯; সুনানে কুবরা লিল বায়হাকি: ৩/৩০০, নম্বর: ৩৯৬০; হেদায়া: ১/১৫৯; আল ইনায়া: ১/৫০৯)

আরও পড়ুন: তৃতীয় রাকাতে ভুলে বসে গেলে করণীয়

আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের সকল মাসয়ালা জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর