মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২ বছর আজান দিলে কি জান্নাত ওয়াজিব হয়ে যায়?

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

১২ বছর আজান দিলে কি জান্নাত ওয়াজিব হয়ে যায়?

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য ৫ বার আজান দেওয়া ইসলামের বিধান। আজান দেওয়ার অনেক ফজিলত রয়েছে। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, নবী (স.) বলেছেন, লোকেরা যদি জানত যে, আজান দেওয়া ও নামাজের প্রথম সারিতে দাঁড়ানোর কী মাহাত্ম্য আছে, অতঃপর (তাতে অংশগ্রহণের জন্য) যদি লটারি ছাড়া অন্য কোনো উপায় না পেত, তবে তারা অবশ্যই সে ক্ষেত্রে লটারির সাহায্য নিত। (সহিহ বুখারি: ৬১৫; সহিহ মুসলিম: ১০০৯)

ইবনে ওমর (রা.) বর্ণিত আরেক হাদিসে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, مَنْ أَذَّنَ ثِنْتَىْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِيْنِهِ فِىْ كُلِّ يَوْمٍ سِتُّوْنَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلاَثُوْنَ حَسَنَةً অর্থ: ‘যে ব্যক্তি ১২ বছর আজান দেবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার আজানের কারণে প্রত্যেক দিন ৬০টি এবং প্রত্যেক ইকামতের জন্য ৩০টি নেকি লেখা হবে।’ (ইবনে মাজাহ: ৭২৮; সনদ সহিহ; মেশকাত: ৬৭৮; বঙ্গানুবাদ মেশকাত: ৬২৭, ২/২০৬ পৃ)


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

উপরোক্ত হাদিস অনুযায়ী, কেউ ১২ বছর আজান দিলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তবে, ৭ বছর আজান দিলে জান্নাত অবধারিত হওয়ার একটি বর্ণনা রয়েছে। সেটি জয়িফ। 

মানুষকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করা (আজান দেওয়া) অত্যন্ত সৌভাগ্যের কাজ। কারণ, কেয়ামতের দিন মুয়াজ্জিনদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। রাসুল (স.) বলেছেন, কেয়ামতের দিন মুয়াজ্জিনগণ লোকদের মাঝে সুদীর্ঘ ঘাড়বিশিষ্ট হবে। (ইবনে মাজাহ: ৭২৫)

আরও পড়ুন: জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত


বিজ্ঞাপন


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয়, যে পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছে। (অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তার গুনাহ দ্বারা পূর্ণ হয় তবুও তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে।) প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ যারা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, সবাই তার জন্য সাক্ষ্য দেবে। মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে, তাদের সওয়াব ২৫ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এক নামাজ থেকে গত নামাজের মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। (আবু দাউদ: ৫১৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর