রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারী ইমামের পেছনে নারীরা নামাজ পড়তে পারবেন?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

নারী ইমামের পেছনে নারীরা নামাজ পড়তে পারবেন?

জামাতে নামাজ পড়ার হুকুম পুরুষদের জন্য। নারীরা এই হুকুমের আওতাধীন নন। কোরআন-হাদিসের কোথাও নারীদের জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়নি। বরং ঘরের নির্জন কোণে তাদের নামাজ পড়তে উৎসাহিত করা হয়েছে। আবদুল্লাহ (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘ক্ষুদ্র কক্ষে নারীদের নামাজ বড় কামরার নামাজের তুলনায় উত্তম। ঘরের নির্জন কোণে নামাজ ক্ষুদ্র কক্ষের নামাজের তুলনায় উত্তম।’ (আবু দাউদ: ৫৭০, সহিহ)

উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, ‘নারীদের ঘরে নামাজ পড়া ঘরের বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম’ (আল মু’জামুল আওসাত: ৯১০১)। উম্মে সালামা (রা.) থেকে অন্য বর্ণনায় রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ।’ (মুসনাদে আহমদ: ২৬৫৪২)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারীর মসজিদে নামাজ পড়া কতটুকু শরিয়তসম্মত?

মহিলার ইমামতি মাকরুহে তাহরিমি তথা নাজায়েজ। হজরত আলী (রা.) বলেন, ‘কোনো মহিলা যেন ইমামতি না করে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৪৯৯৪)

প্রশ্ন হলো- কয়েকজন নারী মিলে যদি জামাতে নামাজ পড়তে চান, তাহলে নারীর ইমামতিত্বে নামাজ পড়লে সমস্যা আছে?

এর উত্তরে ফতোয়ার কিতাবে এসেছে, প্রত্যেকে একাকী নামাজ আদায় করে নেবে। জামাত পড়বে না। শুধু মহিলাদের নিয়ে জামাত মাকরুহে তাহরিমি। তবে পড়লে নামাজ আদায় হয়ে যাবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারী-পুরুষের নামাজে কি পার্থক্য আছে?

উল্লেখ্য, যদি মহিলারা মহিলা ইমামের পেছনে জানাজা নামাজ পড়ে তবে তা মাকরুহ ছাড়াই আদায় হবে। 

(রদ্দুল মুহতার: ২/৩০৫; ফতোয়ায়ে শামি: ২/৩০৫; নাহরুল ফায়েক: ১/২৪৪; আলমগিরি: ১/৮৫; বাদায়েউস সানায়ে: ১/৩৮৮)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর