মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

wali-khan
ড. ওয়ালীয়ুর রহমান খান। ছবি: সংগৃহীত

খ্যাতিমান ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মুহাদ্দিস হাফেজ ড. ওয়ালীয়ুর রহমান খান সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা-২০২৩ এর বিচারক নিযুক্ত হয়েছেন।

পবিত্র মক্কা মোকাররমায় এই প্রতিযোগিতার ৪৩তম পর্ব আজ শুক্রবার (২৫ আগস্ট) শুরু হয়েছে। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।


বিজ্ঞাপন


ড. ওয়ালীয়ুর রহমান খান বিগত ১৮ বছর যাবত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআনুল কারিম হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। ওআইসি যুব ক্বিরাআত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু-কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি ন্যায়নিষ্ঠভাবে বিচারকার্য সম্পাদন করে সংশ্লিষ্ট সবার আস্থা ও ভালোবাসা  অর্জন করেছেন।

ইতঃপূর্বে তিনি মিসর, জর্দান, আলজেরিয়া ও সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন ও ইলমি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

SSS

ড. ওয়ালী খান এই মর্যাদাপূর্ণ দায়িত্বে তাকে নিয়োগ দেওয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি মাতৃভূমি বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাংলাদেশের শিশু-কিশোররা পবিত্র কোরআনের হিফজ প্রতিযোগিতায় সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এজন্য তাদের সম্মানিত শিক্ষক, মাতাপিতা, অভিভাবকদের যথেষ্ট কষ্ট স্বীকার ও ত্যাগ করতে হয়।

এই স্কলার বলেন, হাজার হাজার হাফেজে কোরআনের মধ্য থেকে সর্বোত্তম ও উপযুক্ত হাফেজ বাছাইয়ের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার ইতোমধ্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে সর্বত্র প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগে বাংলাদেশ কোরআনুল কারিম চর্চা করে আজ প্রায় চল্লিশ বছর যাবত বিশ্ব জয়ের এই গৌরব ধরে রেখেছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর