বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছে আস-সুন্নাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

assunnah2

অতি বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: সারাদেশে শিক্ষার্থীদের হাতে হাতে আস-সুন্নাহর গাছের চারা


বিজ্ঞাপন


বুধবার (২৩ আগস্ট) রাতে শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন- বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারানোর পরও আমাদের পুনর্বাসন সামগ্রী পেয়ে এই মানুষগুলোর মুখে যে হাসি দেখেছি, তার তুলনা হয় না।

asunnah1

আস-সুন্নাহর পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে সংস্থাটির চেয়ারম্যান বলেন- চট্টগ্রামে বন্যাপরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে সাত উপজেলায় ৩৫০টি পরিবারকে দুই বান টিন এবং পরিবার প্রতি ১০ হাজার টাকা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই কার্যক্রম চলমান বলে জানান তিনি।

আরও পড়ুন: ৬৪ জেলায় ৩৭২ মণ গোশত বিতরণ আস-সুন্নাহর


বিজ্ঞাপন


এর আগে সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্ভোগে পড়া মানুষদের পাশে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজারের নয়টি উপজেলার বন্যাদুর্গত সাত হাজার ৫৫২টি পরিবারের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

assunnah3

ত্রাণ কার্যক্রমের বিবরণ দিয়ে সংস্থাটি জানিয়েছে, সর্বমোট ৪৩.৮ টন খাদ্যসামগ্রী, ১০ হাজার ৮০০ লিটার পানি, পাঁচ হাজার প্যাকেট স্যালাইন, আড়াই হাজার প্যাকেট মোমবাতি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: শীতার্ত মানুষের গায়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া

বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় আলোচক শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে। করোনা মহামারি, সিলেটের ভয়াবহ বন্যা, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া দেশজুড়ে কোরবানি কার্যক্রম, দরিদ্র অসহায়দের পুনর্বাসন ও দেশজুড়ে বৃক্ষরোপণ প্রকল্প পরিচালনার মাধ্যমে সংস্থাটি মানুষের আস্থা অর্জন করেছে।

asunnah4

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর