এবারও দেশব্যাপী ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা, সেবা ও দাওয়াহ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা আস-সুন্নাহ ফাউন্ডেশন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংস্থার এই প্রকল্পটি এবারও বেশ সাড়া ফেলেছে।
এবার দেশের ৬৪ জেলাতেই কোরবানির গোশত বিতরণ করেছে আস-সুন্নাহ। হিমায়িত গোশত এবং ৪২৫টি গরু-ছাগলসহ মোট ৩৭২ মণ গোশত বিতরণ করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রথমবারের মতো এবার একযোগে দেশের সব জেলায় ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প পরিচালিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫০ মণের অধিক হিমায়িত গোশত এবং ৪২৫টি গরু-ছাগল কোরবানি করে দেশব্যাপী সর্বমোট প্রায় ৩৭২ মণ গোশত দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
২০১৮ সালে যাত্রা করা আস-সুন্নাহ ফাউন্ডেশন এর আগেও পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে ‘সবার জন্য কোরবানি’ প্রকল্প বাস্তবায়ন করে। সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে সর্বাত্মক ত্রাণ বিতরণসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় আলোচক শায়খ আহমাদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার হাত ধরেই মূলত সংস্থাটির কার্যপরিধি দিন দিন বিস্তৃতি লাভ করছে।
বিজ্ঞাপন
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি।
জেবি