মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ঢাকা

শীতার্ত মানুষের গায়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:১০ পিএম

শেয়ার করুন:

শীতার্ত মানুষের গায়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া

শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে এই শীতে ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করছে বেসরকারি সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে তাদের শীতবস্ত্র বিতরণের তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। 

As sunnah Kurigram


বিজ্ঞাপন


as sunnah kurigram

এতে দেখা যায়, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, সুনামগঞ্জ, সিলেট, বাগেরহাট, কুড়িগ্রাম, সাতক্ষীরা, নীলফামারী, ময়মনসিংহ, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তারা।

kurigram As sunnah

nilfamari as sunnah


বিজ্ঞাপন


as sunnah nilfamari

as sunnah

জানা যায়, আস-সুন্নাহর কম্বল বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে যে কারও অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ বিষয়ে ফাউন্ডেশনের বক্তব্য হলো—‘মাত্র ৪৫০ টাকা দান করে একটি কম্বল বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও এ খাতে যেকোনো পরিমাণ টাকা দান করা যাবে।’

বিস্তারিত দেখার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি ফেসবুক পোস্ট এখানে সংযুক্ত করা হলো। মন্তব্যের ঘরে এ বিষয়ে আস-সুন্নাহর বক্তব্য রয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান—এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে আস সুন্নাহ।

ইতোমধ্যে জনকল্যাণমূলক কাজ ও দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে সর্বত্র বেশ সুনাম ও প্রশংসা কুড়িয়েছে বেসরকারি এই সেবা সংস্থাটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর