বাংলাদেশ দূতাবাস বেইজিং-এর আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ, চীনের বিভিন্ন প্রদেশ ও শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি, চীনা অতিথি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উদযাপনের প্রথম পর্বে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়।
বিজ্ঞাপন
মহান মুক্তিযুদ্ধে শহিদদের ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণীও পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহিদ, যুদ্ধাহত ও মা-বোনদের অবদান স্মরণ করেন।
তিনি বিজয় দিবসকে জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও আধুনিক বাংলাদেশ নির্মাণে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তৃতীয় পর্বে বাংলাদেশি কমিউনিটি ও চীনা শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও টেবিল টেনিস, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফুল বিক্রিতেই তাদের বিজয়োচ্ছ্বাস
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম প্রতিযোগিতা ও অনুষ্ঠানের বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদ বিতরণ করেন। আয়োজনে সর্বশেষ আপ্যায়নের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন সমাপ্ত হয়।
এমআই

