মহান বিজয় দিবস এলেই রাজধানীর শাহবাগ ফুল মার্কেট যেন নতুন রূপ নেয়। লাল-সবুজের আবহে গাঁদা, গোলাপ, রজনীগন্ধা আর জারবেরার রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা।
জাতীয় স্মৃতিসৌধ ও সোহরাওয়ার্দী উদ্বান, কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল সামলাতে আগের রাত থেকেই ব্যস্ত হয়ে পড়েন ফুল বিক্রেতারা। একদিকে বিজয়ের আনন্দ ও শ্রদ্ধার প্রকাশ, অন্যদিকে এই দিনটিকে ঘিরেই বিক্রেতাদের জীবিকার পাশাপাশি বিজয়োচ্ছ্বাস।
বিজ্ঞাপন
১৬ ডিসেম্বরের ভোর না হতেই শাহবাগ ফুল মার্কেটে দেখা যায় ব্যস্ততা। কেউ ঝুড়িভর্তি ফুল নামাচ্ছেন, কেউ পুষ্পস্তবক সাজাচ্ছেন, কেউ আবার দ্রুত হাতে মালা গেঁথে নিচ্ছেন। স্থায়ী দোকানের পাশাপাশি ফুটপাতজুড়ে বসেছে অস্থায়ী বিক্রেতারা।

সাধারণ দিনের তুলনায় এই দিনে ফুলের চাহিদা বহুগুণ বেড়ে যায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ- সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল কিনছেন এখান থেকেই।
শাহবাগে প্রায় দীর্ঘদিন ধরে ফুল বিক্রি করছেন মো. হারুন। বিজয় দিবসের সকালে পুষ্পস্তবক সাজাতে সাজাতে তিনি বলেন, ‘এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একদিনে যে বিক্রি হয়, তা দিয়ে অনেক সময় পুরো মাসের ঘাটতি পুষিয়ে নেওয়া যায়। তবে লাভ যতটা মনে হয়, আসলে ততটা থাকে না।’
বিজ্ঞাপন
হারুন জানান, বিজয় দিবস উপলক্ষে কয়েক দিন আগে থেকেই যশোর ও গাজীপুর থেকে ফুল আনতে হয়। পরিবহন খরচ, পাইকারি দাম আর বাড়তি লোক বসানোর খরচ যোগ হয়ে যায়।

ফুটপাতে বসে মালা বিক্রি করছেন রিনা বেগম। গ্রামের বাড়ি ঝিনাইদহ। বিজয় দিবস উপলক্ষে দুই দিন আগে ঢাকায় এসেছেন। তিনি বলেন, ভোর থেকেই বসেছি। বিক্রি ভালো হলে মনটা ভালো থাকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ ফুল মার্কেটে মানুষের ভিড় বাড়তে থাকে। কেউ ছোট তোড়া নিচ্ছেন, কেউ আবার বড় মালা ও ব্যানারসহ ফুলের স্ট্যান্ড অর্ডার দিচ্ছেন।
দোকানিদের ভাষ্য, সবচেয়ে বেশি চাহিদা থাকে গাঁদা ও লাল গোলাপের। লাল-সবুজের থিমে তৈরি তোড়ার চাহিদাও চোখে পড়ার মতো।
ফুল কিনতে আসা এক ক্রেতা বেসরকারি চাকরিজীবী তানভীর আহমেদ বলেন, প্রতিবছরই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে আসি। এবারও দেওয়া হবে। এর মধ্যমেই বিজয় দিবস পালন করা।

বিক্রেতারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রি সবচেয়ে ভালো হয়। দুপুরের পর কিছুটা কমে এলেও সন্ধ্যা পর্যন্ত ক্রেতা থাকে। তবে দিন শেষে সব ফুল বিক্রি না হলে লোকসানের মুখে পড়তে হয়। অনেক সময় অবিক্রিত ফুল কম দামে বিক্রি করতে বা ফেলে দিতে হয়।
দিনের শেষে যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষ হয়, তখন শাহবাগের বাতাসে মিশে থাকে ফুলের সুবাস আর ক্লান্তির ছাপ। ফুলে ফুলে বিজয়ের উচ্ছ্বাসের আড়ালে থেকে যায় বিক্রেতাদের কঠোর পরিশ্রম আর জীবিকার লড়াই।
তবুও বিজয় দিবস তাদের কাছে শুধু একটি জাতীয় উৎসব নয়, বরং বেঁচে থাকার আশার আরেকটি দিন।
টিএই/এএইচ

