১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তাল সেই সময়ের ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ই যেন ফিরে এলো কানাডার রাজধানী অটোয়ার কেন্টারবুরি হাইস্কুল অডিটোরিয়ামে।
গত শনিবার সন্ধ্যায় অটোয়ার শিল্পীরা আয়োজন করেছিল ‘গানে ও আড্ডায় ফিরে দেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শিরোনামে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের।
বিজ্ঞাপন
সেখানেই ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ নিয়ে নতুন প্রজন্মের কৌতূহলমাখা প্রশ্ন আর মুক্তিযুদ্ধের সেই প্রজন্মের প্রতিনিধিদের জবাব, জবাবের সূত্র ধরে উত্তাল দিনের সেইসব গান মঞ্চে পরিবেশনা— সব মিলিয়ে যেন একাত্তরেই ফিরে যাওয়া।
হলভর্তি দর্শক-শ্রোতার ভিড়ে হঠাৎ মাইকে বেজে উঠল ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের কয়েকটি পংক্তি, যেগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অবিরাম প্রচারিত হতো— ‘আর যদি একটি গুলি চলে…।’
পুরো অন্ধকারে ঢেকে থাকা অডিটরিয়ামে তখন ‘ড্রামস অব লিবারেশন’ এর ধ্বনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে। এর মধ্যেই আস্তে আস্তে সরে যায় মঞ্চের পর্দা, মঞ্চে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুর এবং অনুভূতিকে বুকে ধারণ করে প্রস্তুত অটোয়ার শিল্পীরা।
আরও পড়ুন
গতানুগতিক গীতিআলেখ্য নয়, নতুন প্রজন্মের মৌমিতা আর পিয়ার জিজ্ঞাসার সূত্র ধরে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক কানাডিয়ান কূটনীতিক জুলফিকার সাদেক এবং আইনজীবী ব্যারিস্টার রেজাউর রহমানের ৭১-এর ঘটনা প্রবাহের বর্ণনা, আর তার সাথে সামঞ্জস্য রেখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।
’জয় বাংলা বাংলার জয়’ দিয়ে শুরু আর জাতীয় সঙ্গীত দিয়ে সমাপ্তি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে দর্শক-শ্রোতাদের একাত্তরের রুদ্ধশ্বাস সময়ে আটকে রাখা। আর এই অসাধ্য সাধন করেছেন শিল্পী নার্গিস আক্তার রুবি, ফারজানা মাওলা অজন্তা, সঞ্জয় দাস, আরেফিন কবির. সুপ্তা বড়ুয়া, শিশির শাহন্ওয়াজ, নন্দিতা দাস, প্রসূন ধর, সাদী রোজারিও, শারমিন সিদ্দিক, রওনক জাহান উর্মি, অং সুই থোয়াই। শিল্পীদের যন্ত্রাংশে সহযোগিতা করেছেন গিটারে অর্ণব দেওয়ানজী, কি-বোর্ডে ফাহাদ কবির, তবলায় আলী আহমেদ রনি, হারমোনিয়ামে অং সুই থোয়াই, ইলেকট্রিক ড্রামে এম ডি তুষার প্রমুখ।

কানাডায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রতিভাকে একটি শৈল্পিক রূপরেখায় আবদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা ’ক্রিস্টাল ক্লিফ ইনকর্পোরেশনের’ এই আয়োজনের আরো একটি বৈশিষ্ঠ্য ছিল অটোয়ায় অবস্থানরত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়া।

