সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

আ.লীগের ‘দুর্গে' সমাবেশ করে আরও উজ্জীবিত বিএনপি 

মো. ইলিয়াস
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

আ.লীগের ‘দুর্গে' সমাবেশ করে আরও উজ্জীবিত বিএনপি 

আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত ফরিদপুরে গতকাল শনিবার (১২ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে ব্যাপক লোকের সমাগম হয় সেই সমাবেশে। ক্ষমতাসীন দলের আধিপত্য থাকা এলাকায় এমন সমাবেশ করতে পেরে বেশ তৃপ্ত ওই এলাকার দায়িত্বশীল নেতারা। এই সমাবেশের পর বিএনপি আগের চেয়ে আরও উজ্জীবিত হয়েছে। 

ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও রংপুরের সমাবেশগুলোর মতো ফরিদপুরেও আগের দিন থেকে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। ফলে ফরিদপুর শহর সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয় বিএনপির এই গণসমাবেশ। এত বাধা-বিপত্তির মধ্যেও ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিএনপির নেতাকর্মীরা তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন। 


বিজ্ঞাপন


অনেকে এই ছয় কিলোমিটার হেঁটে সমাবেশস্থলে যোগ দেন। এই সমাবেশে আশাতীত জনসমাগম হয়েছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। এতে এই সমাবেশকে সফল হিসেবে দাবি করছেন তারা।

আরও পড়ুন: জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই সরকারের এত ভয়: ফখরুল

বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় প্রচার করে থাকে ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এই সমাবেশ প্রমাণ করেছে ফরিদপুর বিএনপির ঘাঁটি। জনগণ বার্তা দিয়েছে, ফরিদপুর বিভাগ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত।

bnp3


বিজ্ঞাপন


ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম ঢাকা মেইলকে বলেন, ‘ফরিদপুর বিভাগে নিকট-অতীতে এরকম কোনো সমাবেশ হয়নি। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় প্রচার করে থাকে ফরিদপুর আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু এই সমাবেশ প্রমাণ করেছে ফরিদপুর বিএনপির ঘাঁটি। এত প্রতিবন্ধকতার পরেও মানুষ তিন দিন আগে সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করার জন্যই তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে।’

আরও পড়ুন: মুড়ি-ছোলা নিয়ে বিএনপির গণসমাবেশে দুই বৃদ্ধ

বিএনপির এই নেতা বলেন, ‘তাদের (সরকারের) কোনো সামর্থ্যই নেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর। এই সরকারকে জনগণ চায় না, তারই প্রতিফলন এই সমাবেশে উপস্থিতি। সমাবেশে যারা উপস্থিত হয়েছে তাদের যে ধরনের সহযোগিতা করা দরকার ছিল সেটা করতে পারিনি। কিন্তু তারপরেও তারা হাসিমুখে এই কষ্ট মেনে নিয়েছে। তারা বিশ্বাস করে, সরকারের পতন হবে, অত্যাচার নিপীড়ন বন্ধ হবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব এবং একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে করতে হবে।’

আরও পড়ুন: তিনদিন পূর্বেই সমাবেশে এসেছেন ষাটোর্ধ শুকুর ও আবেদ আলী

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ঢাকা মেইলকে বলেন, ‘সবধরনের যানবাহন বন্ধ থাকার পরেও শত বাধা-বিপত্তি উপেক্ষা করে সহযোদ্ধারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। জনগণ সরকারকে একটি বার্তা দিতে চাচ্ছে। সরকারের শোষণ, নিপীড়ন, সীমাহীন দুর্নীতি, অনাচার মানবাধিকার লঙ্ঘন যখন চরমে উঠে গেছে, তখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, জনগণ এখন জবাব দিতে চায়।’

bnp4

শামা ওবায়েদ বলেন, ‘অনেকে বলে থাকে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এটা মোটেই সত্য নয়, তা এই সমাবেশে প্রমাণ করেছে। জনগণ বার্তা দিয়েছে, ফরিদপুর বিভাগ জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত। যেকোনো মুহূর্তে গণতন্ত্র প্রতিষ্ঠায় ফরিদপুর বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে।’

আরও পড়ুন: ফরিদপুরে মোবাইল ইন্টারনেটে ধীরগতি

বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ঢাকা মেইলকে বলেন, ‘সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এক কথায় বলতে গেলে সারাদেশের মানুষ এই সরকারের পতন দেখতে চায়, তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখন যে বাধা দেওয়া হচ্ছে পরবর্তী সময়ে তা আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এতে কোনোভাবেই তাদের আটকানো যাবে না। এই ক্ষোভের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান হবে এবং তার মধ্য দিয়ে সরকারকে বিদায় নিতে হবে।’

এমই/জেবি 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর