অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী নির্বাচনে দলটির মুখপাত্র হিসেবে তিনি কী কী দায়িত্ব সামলাবেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জাপাকে নির্বাচনে চায় না এনসিপি
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট দিয়ে আসিফের দায়িত্ব সম্পর্কে জানানো হয়।
পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত আসিফের দায়িত্ব সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২৯ ডিসেম্বর এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পান।’
‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে নিম্নোক্ত সেল এবং সাংগঠনিক ইউনিটগুলোর দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে। ১. মিডিয়া সেল, ২. প্রচার ও প্রকাশনা সেল, ৩. ব্র্যান্ডিং সেল, ৪. দফতর সেল, ৫. জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, ৬. রিসার্চ ও পলিসি সেল এবং ৭. ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত চাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সে সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ। একইদিন পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও।
এর ১৮ দিন পর গত ২৯ ডিসেম্বর জুলাই যোদ্ধাদের গঠিত এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ। দলটির নির্বাচন পরিচালনা সংক্রান্ত সকল কাজের দায়িত্ব তার কাঁধেই ন্যস্ত।
এএইচ

