সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: উপদেষ্টা আসিফ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

কুয়েটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে। আপনারা তাদের একজন নন। আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে।’

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি।


বিজ্ঞাপন


আসিফ মাহমুদ লেখেন, ‘আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য, কোনোটিই ইতিবাচক পথে যাবে না আর কি।’

ওই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এ দেশের ভাগ্য।’

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর