বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জাপাকে নির্বাচনে চায় না এনসিপি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

জাপাকে নির্বাচনে চায় না এনসিপি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচনে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে এমন দাবি জানিয়েছে দলটি।
 
মঙ্গলবার (০৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
 
আসিফ বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসীবাদের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে থাকুক, কমিশনকে এই কথা বলেছি। আমরা আগেও বলেছি তাদের নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না। কমিশন বলেছে তারা আইনের মধ্য থেকে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেবে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ২২৪ জনের মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন। বৈধতা পেয়েছেন ১৬৭ জন প্রার্থী।
 
এমএইচএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর