বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবিতে হুঁশিয়ারি দিয়েছে যুব অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, ‘দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও করা হবে। মাহফুজ আলমের পিএস-এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন।’

যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বলেন, ‘দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতি করেছে। এর দায় তারা এড়াতে পারে না। দুর্নীতির বিষয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তা অন্ধকারে পড়ে আছে। এই দুজন যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই।

বক্তারা অভিযোগ করেন, দুদক যে সরকারই ক্ষমতায় আসে, সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে। যে কারণে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।


বিজ্ঞাপন


এসএইচ/ এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর