অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগপত্র দিয়েছেন তিনি। তারপর থেকেই আলোচনায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন দলে ভিড়বেন আসিফ।
জানা গেছে, নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিতে পারেন এই জুলাই বিপ্লবী।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) রাতে মুঠোফোনে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি দাবি করেছেন, ‘আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। তাই এখনই নিশ্চিত করে বলছি না। তবে যেহেতু আলোচনা চলছে, সেহেতু তার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।’
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। এলজিআরডি মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
তবে শুধু আসিফ নন, তার সঙ্গে পদত্যাগপত্র জমা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। প্রধান উপদেষ্টা তাদের দুজনেরই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং বলেন, ‘এই অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো, তা জাতি কখনোই ভুলবে না।’
আসিফ ও মাহফুজের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’
এদিকে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পরই আসিফ ও মাহফুজের পদত্যাগ কার্যকর হয়ে যাবে।
এএইচ

