শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে শনিবার বিকেল ৫টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

K
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পেছনে ব্যাকগ্রাউন্ডে এয়ার অ্যাম্বুলেন্সের ফাইল ছবি।

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছাবে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায়।

শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তারা বলছে, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। সেটি আগামীকাল (শনিবার) বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

এদিকে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার উদ্দেশে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও তারেক জিয়ার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এদিন তিনি ঢাকায় পৌঁছেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অসুস্থ শাশুড়িকে দেখতে এবং তার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।  


বিজ্ঞাপন


এর কিছুক্ষণ বাদে এভারকেয়ার হাসপাতাল থেকে ধানমণ্ডিতে নিজের মায়ের বাসার উদ্দেশে রওনা দেন জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই তিনি এয়ার অ্যাম্বুলেন্সযোগে আবার লন্ডনে ফিরবেন। 

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এ সম্পর্কে শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়ার অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে।

সংকটাপন্ন খালেদা জিয়াকে এই মুহূর্তে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব কি না, এ সম্পর্কে তিনি বলেন, ‘ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

এএইচ     

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর