রাজধানীর মতিঝিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল করার সময় জনতা ধরে কয়েক জনকে গণধোলাই দিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি মঙ্গলবারের ঘটনার বলে নিশ্চিত করেছেন মতিঝিল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় স্থানীয়রা কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক কর্মী হঠাৎ জড়ো হন। পরে তাদের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তাদের হাতে আওয়ামী লীগ লেখা ব্যানার ছিল। সেই ব্যানারে লেখা ছিল- ইউনূস সরকারকে হঠাও।
বিজ্ঞাপন
মিছিলটি দেখে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয় এবং তাদের ওপর চড়াও হতে দেখা যায়। এসময় জনতা তাদের ধাওয়া দিলে ব্যানার রেখে দিগ্বিদিক পালাতে থাকেন মিছিলকারীরা। তাদের মধ্য থেকে ধাওয়া দিয়ে দুজনকে ধরা হয়। পরে তাদের বেধড়ক মারপিট দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার হয়। ভিডিওটির ব্যাপারে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে সেটি গতকাল মঙ্গলবারের ভিডিও। মিছিল থেকে ৩২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে।
একইদিন রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলে অংশ নেওয়া ১৩১ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এমআইকে/ক.ম
