মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে ‘সুখবর’ দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

Tarek
তারেক রহমান-মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা জানান দলের মহাসচিব।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইউনূস-তারেক বৈঠক হবে ‘ওয়ান টু ওয়ান’, আশাবাদী দুই পক্ষই 

সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, ‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তিনি নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।’ তবে কবে নাগাদ ফিরবেন তারেক রহমান, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো আছেন। ডাক্তাররা তাই বলেছেন। শি ইজ মাচ বেটার।’

আরও পড়ুন: ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল


বিজ্ঞাপন


এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, ‘বিএনপি নির্বাচনের দল। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। সরকার কালকে নির্বাচন করতে পারলে কালকেই আমরা রেডি।’

তিনি বলেন, ‘আপনারা আমাকে কোড করতে পারেন। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। আমরা নির্বাচন করেই জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।’

আরও পড়ুন: সরকার কাল নির্বাচন করলে আমরা রেডি: বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের দল। এখন যখন সবাই চাইবে, একমত হবে তখন নির্বাচন হবে তাতে তো অসুবিধা নেই।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর