বিএনপি কোনো বিপ্লবী দল নয়- এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনের দল। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। সরকার কালকে নির্বাচন করতে পারলে কালকেই আমরা রেডি।
মঙ্গলবার (১০ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, 'আপনারা আমাকে কোড করতে পারেন। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। আমরা নির্বাচন করেই জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।'
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনের দল। এখন যখন সবাই চাইবে, একমত হবে তখন নির্বাচন হবে তাতে তো অসুবিধা নেই।’
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তিনি আগের চেয়ে বেটার। চিকিৎসকরাও বলেছেন তিনি ভালো আছেন।’
বিজ্ঞাপন
এ সময় তিনি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক, নির্বাচন, সংস্কারসহ নানা প্রসঙ্গে কথা বলেন।
বিইউ/জেবি