বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

ইউনূস-তারেক বৈঠক হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

fakhrul
গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের এই বৈঠকটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার (১০ জুন) সকালে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এই কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এদিন সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব।


বিজ্ঞাপন


ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে শুক্রবার (১৩ জুন) বৈঠক হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে।

ফখরুল জানান, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে।

আরও পড়ুন

সরকারকে ‘বিব্রত’ করতে চায় না বিএনপি!

ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি

বিএনপি মহাসচিব নিজের আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সাক্ষাতে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে বলে আমরা মনে করছি। রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় স্বার্থে এই দুই নেতার মধ্যে সংলাপ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে এসেছে।


বিজ্ঞাপন


Tareq
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে শুক্রবার বৈঠক হবে লন্ডনে। ছবি: সংগৃহীত

তিনি জানান, বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হতে যাচ্ছে। এ সময় তিনি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান, যাতে গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন বিএনপি মহাসচিব। 

আরও পড়ুন

মৌলিক সংস্কারে বিএনপির সঙ্গে অন্যদের মতের অমিল কেন?

নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের শঙ্কা!

বৈঠকের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেওয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। 

সরকার এপ্রিলে নির্বাচন করলে বিএনপি কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ বিষয়ে আমরা এখনো ভাবছি না, সিদ্ধান্ত নিইনি। তবে এপ্রিল নির্বাচনের বিষয়টি সরকার বিবেচনা করবে। কারণ এপ্রিল যৌক্তক সময় নয়।

বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়- এমন প্রোপাগান্ডা চলছে জানিয়ে ফখরুল বলেন, এটির কোনো ভিত্তি নেই। বিএনপি এমন একটি দল, যার কোনো কিছু করে শেষ করা যায় না, যাবে না।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর