বর্তমান অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত হওয়ার প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে সবার মধ্যে ঐক্যটা বড় দাবি বলে মনে করেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসী কারও মধ্যে বিভাজন দেখতে চাই না। এ বিষয়ে জাতীয় পর্যায়ে যারা দায়িত্বে আছে, তারা সচেতন আছে। পরস্পরবিরোধী বক্তব্য দিলেও কেউ পরস্পরের শত্রুতে পরিণত হয়ে যাবে না, স্বৈরাচার ফিরে আসার রাস্তা তৈরি করে দেবে না। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।
জামায়াত নেতা বলেন, সরকার, বিএনপি ও জামায়াতে মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। সকলেই দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কমেন্ট করবেন।জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এ বিষয়ে সচেতন আছেন।
নরসিংদী জেলা আমির মাওলানা মুসলেহুদ্দিনের সভাপতিত্বে মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় দফতর সম্পাদক আ.ফ.ম আব্দুস সাত্তার, নারায়ণ মহানগর আমির আব্দুল জব্বার।
বিজ্ঞাপন
এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় দুই হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/জেবি