শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবার আগে মুক্তি পেলেন সাবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবার আগে মুক্তি পেলেন সাবের
আদালতের হাজতখানা থেকে মুক্তি পান সাবের। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ এবং গণহত্যার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলায় আওয়ামী লীগের বেশ কিছু প্রভাবশালী ও কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে সবার আগে গ্রেফতারের দুই দিন পরই মুক্তি পেলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর আগে ১৪ দলীয় জোটের শরিক আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতারের দিনই মুক্তি পেলেও আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতা মুক্তি পাননি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয় মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।


বিজ্ঞাপন


গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার অব্যাহত আছে। এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ জোটের শরিক জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে গত ২ সেপ্টেম্বর গ্রেফতার করলেও ওইদিনই তিনি জামিন পেয়ে যান। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী কেউই কারামুক্ত হতে পারেননি। এমনকি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অসুস্থ বলে জামিন আবেদন করা হলেও দুই দফায় তা নাকচ হয়ে যায়। এছাড়া সালমান এফ রহমানসহ প্রভাবশালীদের অনেকেই মুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।  

এর আগে বিকেলে সাবের হোসেন চৌধুরী অসুস্থ হওয়ায় আদালতে হাজির করে আবেদন করেন পল্টন থানার এসআই নাজমুল হাচান। তিনি জানান, সাবের হোসেন চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রশ্নের উত্তর দিতে পারছেন না এবং হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টে তিনটি রিংও পরানো রয়েছে। এই অবস্থায় তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। 

আরও পড়ুন

আওয়ামী লীগের তৃণমূলে আতঙ্ক, পাচ্ছে না কোনো নির্দেশনাও

সাবের হোসেন চৌধুরীকে রোববার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন সোমবার দুই বছর আগে গুলিতে বিএনপির কর্মী মকবুল হোসেনের মৃত্যুর মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরও হত্যা মামলা রয়েছে। ছয়টি মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা কাটে। 


বিজ্ঞাপন


সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের একজন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে ওয়ান-ইলেভেনের পর সংস্কারবাদী ইস্যুতে তিনি দলের মূলধারা থেকে অনেকটা ছিটকে পড়েন।

RRR 

সাবের হোসেন চৌধুরী রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে ২০০৮ সালের নির্বাচন থেকে পরপর নির্বাচিত হয়ে আসছেন। সবশেষ গত জানুয়ারির নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি মন্ত্রিসভায় ঠাঁই পান। তাকে দেওয়া হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব। 

এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া দেশের শীর্ষ ব্যবসায়ীদের তালিকায়ও রয়েছে তার নাম। 

আরও পড়ুন

বিদেশে দেখা মিলছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়া এবং হত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। এসব মামলায় দলের প্রভাবশালী কয়েক ডজন নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, যারা সাবেক মন্ত্রী-উপদেষ্টা এবং সংসদ সদস্য। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কার্যত ছন্নছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।

দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কিছু নেতা পালিয়ে বিদেশে চলে গেছে বলে তথ্য পাওয়া গেছে। পঁচাত্তরের পর সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।  

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর