বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

শ্যামলীর আগুন লাগা ভবনেই একাধিক হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০১:৪১ এএম

শেয়ার করুন:

শ্যামলীর আগুন লাগা ভবনেই একাধিক হাসপাতাল

রাজধানীর শ্যামলীতে হঠাৎ করে বহুতল ভবনে লাগা আগুন নেভাতে  মধ্যরাতেও প্রাণপণ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগা ২০তলা  ভবনটিতে একাধিক হাসপাতাল রয়েছে। এরমধ্যে ভর্তি রোগীও আছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন ভেতরে আটকা পড়া রোগী ও অন্য যারা আছেন তাদের নিরাপদে বের করে আনতে।

বৃহস্পতিবার (০১জুন) রাত ১১টা ২৫ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের। 


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,  আগুন লাগা শেলটেকের ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল। এছাড়াও আছে ইসলাম ডায়াগনস্টিক সেন্টার।

আরও পড়ুন
শেলটেক ভবনে আগুন, ১৬ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
শ্যামলীতে ২০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। তবে এতবড় ভবনের ভেতরে থাকা লোকজনকে নামানো সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিইউ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর