বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শেলফোর্ড ভবনে আগুন, ১৬ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ০১:০২ এএম

শেয়ার করুন:

শেলফোর্ড ভবনে আগুন, ১৬ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানীর শ্যামলী এলাকায় অগ্নিকাণ্ড কবলিত ২০ তলার রূপায়ণ শেলফোর্ড ভবন থেকে এখন পর্যন্ত ১৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৬ জনকে টিটিএল দিয়ে নামানো হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ার ইসলাম জানান, রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি ওপর ভিত্তি করে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হবে। 

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

কেআর/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর