রাজধানীর শ্যামলী এলাকায় ২০তলা রূপায়ণ শেলফোর্ড ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়ানো হয়।
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। সোয়া ১টার দিকে ১৩টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ শিকদার বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। পরে ১৩টি হয়েছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
কেআর/বিইউ