বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

দালাল ধরতে আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান পরিচালনা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান শুরু হয়। বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।


বিজ্ঞাপন


জানা গেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের সর্বত্রই দালালদের দৌরাত্ম্য। দালালের মাধ্যমে চুক্তিতে কাজ করলে পাসপোর্ট সহজেই পেয়ে যাবেন, নির্ধারিত সময়ের আগেও পেয়ে যেতে পারেন- এমন নান কথায় অর্থ হাতিয়ে আসছে এই চক্র।

>> আরও পড়ুন: পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অর্থসহ পরিছন্ন কর্মী আটক

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানিয়েছেন, আগারগাঁওয়ে  পাসপোর্ট অফিসে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‍্যাব। অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি “দালালদের ‘নিয়ন্ত্রণে’ আগারগাঁও পাসপোর্ট অফিস!”- এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ঢাকা মেইল। সবশেষ বৃহস্পতিবার আগারগাঁও পাসপোর্ট অফিসে এই অভিযানে নামে র‌্যাব।


বিজ্ঞাপন


কেআর/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর