অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে বেতন স্কেলের সর্বোচ্চ পদ গ্রেড-১ পদোন্নতি দিয়েছে সরকার।
গতকাল (২৬ অক্টোবর) বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল ওয়াহাব ভূইয়াকে গ্রেড-১ পদে পদোন্নতিপূর্বক একই প্রতিষ্ঠানে ডিজির দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রশাসনে সহসায় কাটছে না অবসর ‘আতঙ্ক’
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুস সাত্তারকে মহাপরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
চলতি বছরের ১ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন আবদুল ওয়াহাব ভূইয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দায়িত্ব গ্রহণের আগে তিনি রংপুরের বিভাগীয় কমিশনার ছিলেন। তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
চাকরি জীবনে আবদুল ওয়াহাব ভূঞা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সহকারী পরিচালক স্থানীয় সরকার (এডিএলজি), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব পালনের মাধ্যমে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা অর্জন করেন।
আবদুল ওয়াহাব বরগুনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন অবসরে
অন্যদিকে চলতি মাসের ১৭ অক্টোবর বিএসটিআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পান আবদুস সাত্তার। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুস সাত্তার বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। চাকরিতে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।
১৯৯৩ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁওয়ে যোগদান করেন। ১৯৯৫ সালে লালবাগ থানা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জের ছাতকে এবং হবিগঞ্জের চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং সিলেটের জকিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: এবার তিন এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, ভূমি মন্ত্রণালয়ের জরিপ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব), বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশনের উপপ্রধান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সচিব, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার এবং সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।
এমআর

