শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পোস্টাল ব্যালটে ব্যয় হবে ৪০০ কোটি টাকা

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

শেয়ার করুন:

Vote
প্রবাসীরা পোস্টল ভোট দেবেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করা হবে। এছাড়া কারাবন্দি ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তারাও একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এজন্য এবারের নির্বাচনি ব্যয়ে পোস্টার ব্যালটের অতিরিক্ত ব্যয় যুক্ত হবে। সব মিলিয়ে পোস্টাল ব্যালটে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আলাদা করে ৪৮ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে নেওয়া হয়েছে। তবে যারা চাকরি বা অন্য কাজে দেশের ভেতরে নিজ ভোটার এলাকাতে বসবাস করছেন না তাদেরও ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের কথা ভাবা হচ্ছে। এজন্য নির্বাচনি বাজেটে সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।


বিজ্ঞাপন


ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সিসি ক্যামেরা ও পোস্টাল ব্যালটের ব্যয় বাদ দিলে এবার দুই হাজার কোটি টাকা (কম-বেশি) দিয়ে সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব। এ বাজেটের সিংহভাগ যাবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে। স্বাভাবিকভাবে বাজেটের ৫৫-৬৫ শতাংশ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পায়। তবে তা নির্ধারণ হবে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায়।

এদিকে ইসির রোডম্যাপে নির্বাচনী বাজেট প্রস্তুত ও বাজেট বরাদ্দসংক্রান্ত কার্যক্রমের বিষয়ে কর্মপরিকল্পনায় বলা হয়েছে- খাতভিত্তিক হারসহ দফাওয়ারি বিভাজনের আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দের জন্য প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সাথে সভা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ১৬ নভেম্বর, শেষ করার সম্ভাব্য সময় ২০ নভেম্বর ২০২৫। এছাড়া ১৫ নভেম্বরে মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খাত ও দফাওয়ারী অর্থ বরাদ্দের হার নির্ধারণ করে প্রস্তাবনা প্রণয়ন করার কথাও রয়েছে।

আরও পড়ুন

প্রবাসীদের ভোটার করতে ‘উদার’ ইসি, মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও সুযোগ

নির্বাচনি বাজেটের বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ ঢাকা মেইলেকে বলেন, ‘একটু কমাবার চেষ্টা করছি। কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আরও কত টাকা কমানো যায়, কোথাও কিছু বাড়াতে হয় কি না এসব জিনিস দেখা হচ্ছে।’

যেভাবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করবে ইসি

ইসির রোডম্যাপে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদান নিশ্চিতের জন্য AFD, MOFA, MOHA, MOEW, বাংলাদেশ ডাকবিভাগ, DIP, SB, BRC ইত্যাদি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে হবে। ৩০ সেপ্টেম্বর মধ্যে মোবাইল অ্যাপ তৈরি ও পরীক্ষামূলক (আউটকান্ট্রি ভোটিং- ওসিভি ও ইনকান্ট্রি ভোটিং- আইসিপিভি নিবন্ধন ও ট্রাকিং মডিউল) প্রতীক ও প্রার্থীদের সংযুক্ত করে চালাতে হবে। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের  পর্যন্ত মোবাইল অ্যাপের ট্রায়াল, নীরিক্ষা, ত্রুটি সংশোধন ও ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত রাখতে হবে। এছাড়া চলতি মাস থেকে ওসিভি ও আইসিপিভি এর জন্য প্রচারণা, উদ্ভুতকরণ ও ভোটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে ইসি। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

RR
নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। ছবি: সংগৃহীত

এতে আরও বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ১০ নভেম্বরে মধ্যে ব্যালট পেপার, নির্দেশিকা ও ঘোষণাপত্র মুদ্রণ করা হবে। ওসিভি ও আইসিপিভির জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হবে ১১ নভেম্বর, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ডাকবিভাগ খামের কাস্টমাইজেশন করবে। ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে ২০ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। তফসিল ঘোষণা হওয়ার পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ শেষ হলেও ভোট দিতে পারবে ওসিভি ও আইসিপিভির আওতায় ভোটাররা। ভোট প্রদান ও ব্যালট পেপার দেশে ফেরত পাঠাতে হবে নির্বাচনের এক মাস আগে। এরপর কমিশন প্রতিটি ব্যালটে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নাম লিখে তা সিল প্রেরণ করে দেবে।

ইসি আব্দুর রহমানেল মাসউদ বলেন, ‘আমরা যে সিস্টেম করেছি, পোস্টালে একটা স্ট্যাম লাগিয়ে দেব। ভোটার বিদেশ থেকে অনলাইনে আমাদের ওয়েবসাইটে ঢুকে নাম লিস্ট করবেন বা দেশে থেকেও করতে পারবেন, একই সিস্টেম। একটা ইনকান্ট্রি, আরেকটা আউটকান্ট্রি।’

ইসি বলেন, ‘ভোটিংয়ের জন্য ভোটাররা নিবন্ধন করবেন। কে কোন সময় করবেন, আমরা চার রকম ব্যক্তির নাম দিয়ে রেখেছি, তার সময় দিচ্ছি। আর বিদেশ থেকে যারা দেবে তাদের জন্য কমিশন থেকে পাস হওয়ার পর সার্কুলার জারি করব যে, এত থেকে এত তারিখের মধ্যে আপনি নাম নিবন্ধন করবেন।’

আরও পড়ুন

জানা গেল নির্বাচনের সম্ভাব্য তারিখ!

আব্দুর রহমানেল মাসউদ বলেন, ‘আগে ব্যালট পাঠালে সেই ব্যালট পেপার ফেরত আসে না, ভোট দিতেও পারে না, আর এলেও শেষের দিকে আসত। এখন সেখানে আমরা ব্যালট পেপার না দিয়ে যত আমাদের মার্কা আছে সব মার্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। উনি মার্কা অনুযায়ী ভোট দেবেন।’

প্রতি পোস্টাল ব্যালটে সরকারি-বেসরকারিভাবে যত ব্যয়?

একটি পোস্টাল আনা-নেওয়া করতে ব্যালটপ্রতি সরকারিভাবে ব্যয় হবে ৫০০ টাকার মতো আর বেসরকারিভাবে এটি দাঁড়াবে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত।

EC
ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসি। ছবি: সংগৃহীত

ইসি কর্মকর্তারা জানান, গত ২৪ জুন নির্বাচন ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর ভিত্তি করে অ্যাডভাইজরি কমিটির আইটি বেইজড পোস্টাল ব্যালটে ভোট নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভোট দিতে আগ্রহীদের পোস্টাল ব্যালট পাঠানো ও  ভোট শেষে তা ফেরত আনার বিষয়ে ডাকবিভাগ, ফেডএক্স, ডিএইচএল প্রতিনিধিরাও বৈঠকে মতামত তুলে ধরেন।

ডাক বিভাগ থেকে জানানো হয়, ডাক বিভাগের ইএমএস/রেজিস্টার্ড সার্ভিসে একজন ভোটারের ব্যালট পেপার প্রবাসে পাঠানো এবং ফেরত আনতে ৪০০ থেকে ৫৫০ টাকা ব্যয় হতে পারে।

আরও পড়ুন

সহজ হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া

বেসরকারি প্রতিনিধিরা জানান, ১২ দিনের মধ্যে পোস্টাল ব্যালট প্রবাসে ভোটারের কাছে পাঠানো ও ভোট শেষে ফেরত আনতে পারবে। এক্ষেত্রে সিল করা খাম ভোটার ও ইসি প্রতিনিধি ছাড়া কেউ খুলবে না, তাদের নিজস্ব লোকাল প্রতিনিধি ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাবে এবং ভোটারকে ফোন করে ভোট দেওয়ার পর ফেরত আনবে। এজন্য একজন ভোটারের পোস্টাল ব্যালট আনা-নেওয়ায় সব মিলিয়ে ৪০-৪৫ ডলার খরচ হতে পারে।

গত ২৯ আগস্ট নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের ভোট পদ্ধতি ও আইন কানুন বিষয়ে ভালো প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আদালতের আদেশে এক যুগ পর চাকরি ফিরে পেয়ে নির্বাচন কমিশনে যোগ দেওয়া ৬০ জন নির্বাচন কর্মকর্তাকে শুধু পোস্টাল ব্যালটের জন্য প্রবাসীদের ভোটাধিকারের কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে।

এর আগে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, পোস্টাল ব্যালট ব্যয়সাপেক্ষ পদ্ধতি। আনা-নেওয়া করতে ব্যালট প্রতি ৫০০ টাকা, এরপর ছাপানোর খরচও আছে। প্রতি এক লাখ ভোটারের জন্য সবমিলিয়ে ৬ থেকে ৭ কোটি টাকা লাগবে।

এমএইচএইচ/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর