মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

সহজ হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

সহজ হচ্ছে এনআইডি সংশোধন প্রক্রিয়া
এনআইডি সংশোধনের প্রক্রিয়ার ভোগান্তির অভিযোগ অনেক পুরনো। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করতে গিয়ে ঘাম ঝরে জনসাধারণের। এখানে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ অনেক পুরনো। ক্ষমতার পালাবদলের পর সবখানেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। এবার এনআইডি সংশোধন প্রক্রিয়াও ভোগান্তিমুক্ত ও সহজ করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধনের প্রক্রিয়া সহজ করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এনআইডি সংশোধনের জন্য যারা আবেদন করেন তাদের সিংহভাগই সরকারি চাকুরে কিংবা প্রবাসী। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তাদের জন্য এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে। সরকারি চাকরিজীবীদের এনআইডি সংশোধন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যস্থতায় সারতে চায় নির্বাচন কমিশন। আর প্রবাসীদের বিদেশি কাগজপত্রের ভিত্তিতে মানবিক বিবেচনায় এনআইডি সংশোধনের কথা ভাবা হচ্ছে।


বিজ্ঞাপন


ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের জটিল আবেদনের সিংহভাগই চাকরিজীবী আর প্রবাসীদের। এসব আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াও অনেক জটিল। অনেক সময় দেখা যায় এগুলো নিষ্পত্তি করতে বছরেরও বেশি সময় লেগে যায়। এতে যেমন আমাদের বদমান হয়, তেমনি ওই পরিবারগুলোরও ক্ষতি হয়। এজন‌্য একটা পরিকল্পনা করা হচ্ছে, যেখানে চাকরিজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে তালিকা নিয়ে তাদের সংশোধন করে দেওয়া এবং প্রবাসীদের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে বিদেশি কাগজপত্রগুলো আমলে নিয়ে সংশোধন করা।

চাকরিজীবীদের এনআইডি সংশোধনের বিষয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, আমরা সবার সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, যে মন্ত্রণালয়ের সাথে এই কাজগুলো তাদের সঙ্গে আমরা বসব। আমরা তাদের কর্মকর্তা বা কর্মচারীরদের এনআইডিগুলো সংশোধন করে দেব। সবার সঙ্গে কথা হয়েছে, যেসব মন্ত্রণালয় এগুলোর সঙ্গে জড়িত অতি দ্রুত তাদের সঙ্গে আমরা একটা সভা করব।

আরও পড়ুন

এনআইডি সংশোধন: ঝুলে আছে ৪ লাখের বেশি আবেদন

রোহিঙ্গাদের এনআইডি পাওয়া ঠেকানোর কৌশলের খোঁজে ইসি

মন্ত্রণালয়ের কাছে সংশোধন করতে হবে এমন এনআইডির তালিকা চাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের বলব আপনাদের কতজন কর্মকর্তা যাদের এনআইডি সংশোধন করতে হবে, আপনারা দেন, আমরা এগুলো একসঙ্গে করে দেব। যাতে এগুলো নিয়ে আর ঘোরাঘুরি করতে না হয়। এখন থেকে যাতে এনআইডি ছাড়া চাকরি না দেওয়া হয় সেটিও তাদের কাছে অনুরোধ করব আমরা।

EE

প্রবাসীদের এনআইডি সংশোধনের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট করব কি করব না সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমি এটা নিয়ে সভা করে আলোচনা করেছি। কিন্তু আমি যেটা মনে করছি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে আট বছর পর্যন্ত শিথিল করেছে, সেক্ষেত্রে দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরও একটা কিছু করা দরকার। এটার জন‌্য আমরা একটা সভা করেছি। কিন্তু চূড়ান্ত কোনো ফলাফল আসেনি এখনো।

এই কর্মকর্তা বলেন, আমার চিন্তা বা পরিকল্পনা হলো, প্রবাসীদের হাতের কাছে যে কাগজপত্র আছে, সেটি একটি নথি আর আমার কাছে যে নথিগুলো আছে সেটি একটি নথি। এখন প্রবাসীদের কাছে যে কাগজপত্রগুলো আছে তার ওপর ভিত্তি করে সংশোধনের প্রয়োজন হয়। সুতরাং আমরা চিন্তা করছি, ওখানে কী কী কাগজপত্র থাকলে আমরা বিবেচনা করতে পারব, কতদূর পর্যন্ত পারব, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। তবে প্রবাসীদের বিদেশি কাগজপত্রকে গুরুত্ব দিয়ে তাদের এনআইডি সংশোধন করা হবে, এই চিন্তা করছি। রাষ্ট্রের স্বার্থে, মানবিক কারণে হলেও প্রবাসীদের সংশোধন করে দেওয়াও জরুরি।

আরও পড়ুন

আপাতত ইসির অধীনেই থাকছে এনআইডি সেবা

এনআইডির তদন্ত করা হবে তিন শ্রেণিতে

এ এস এম হুমায়ুন কবীর বলেন, এনআইডি সেবা সহজ করার জন‌্য আমরা কাজ করছি। তবে নানা কারণে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারিনি। আবার আমি যেভাবে পরিকল্পনা করছি, সেভাবে কাজগুলো হচ্ছে না। তারপরও অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি, হয়ত একটা সিদ্ধান্তে চলে আসব। এনআইডি সংশোধনে আমরা পজিটিভ থাকব।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ‌্যে ঝুলে আছে চার লাখের বেশি এনআইডি সংশোধনে আবেদন, যা আগামী জুনের মধ‌্যে নিষ্পত্তি করতে চায় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এজন্য সংশোধন প্রক্রিয়া সহজ করার দিকে জোর দিচ্ছে সংস্থাটি।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর