বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের কার্যক্রম নজরদারি করছে র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

rab
সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব মুখপাত্র। ছবি: সংগৃহীত

সম্প্রতি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ দুই সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতারের পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী। 


বিজ্ঞাপন


র‌্যাব কর্মকর্তা বলেন, র‌্যাবের তৎপরতা অব্যাহত আছে। শীর্ষ সন্ত্রাসীদের কোনো অপতৎপরতার তথ্য থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র‌্যাব। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের কার্যক্রম র‌্যাবের নজরদারিতে রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি কোরবানির পশুর হাট সম্পর্কে বলেন, ঢাকামুখী পশু বহনে চাঁদাবাজি রুখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। সড়কপথে নিরাপত্তা বিধানে র‌্যাবের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছর অনলাইনে প্রচুর কোরবানির পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি করছে। 

আরও পড়ুন

৫ জেলায় সিক্রেট স্টাইলে অভিযানে র‍্যাব, চাঁদাবাজি দেখলেই গ্রেফতার

র‌্যাব কর্মকর্তা বলেন, অনলাইনে পশু কেনাবেচার লেনদেনের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের জন্য র‌্যাব ফোর্সেস সকল পরামর্শ দিচ্ছে। এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে র‌্যাব কন্ট্রোল রুমে অভিযোগ করা জন্য অনুরোধ করা হলো। 


বিজ্ঞাপন


তিনি জানান, কোরবানির পশুর চামড়ার বাজার ধস নামাতে মুনাফালোভী সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। তাদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

RR
সম্প্রতি সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহযোগীসহ গ্রেফতার হন। ছবি: সংগৃহীত

ইন্তেখাব চৌধুরী বলেন, কোরবানির পশুর হাটে আগত মহিলাদের উত্যক্ত/ইভটিজিং হয়রানি রোধকল্পে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই র‌্যাব কন্ট্রোল রুম ও র‌্যাব টহল দলকে জানানোর জন্য অনুরোধ করা হলো। র‌্যাব ফোর্সেস কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 

আরও পড়ুন

র‍্যাবের পোশাকে সাংবাদিক ইমদাদকে গভীর রাতে তুলে নিলো কারা?

তিনি জানান, এছাড়াও পশুর হাট/তৎসংলগ্ন এলাকায় র‌্যাবের নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে আশেপাশের এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সাদা পোশাকে বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। 

র‌্যাবের মুখপাত্র জানান, দেশের সবার ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। যেকোনো জরুরি প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর