সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইটে এখনো ঝুলছে শেখ হাসিনার ছবি!

মোস্তফা ইমরুল কায়েস
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

hasina
এখনো শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে ওয়েবসাইটটিতে। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কেটে গেছে প্রায় ১০ মাস। এই সময়ে রাষ্ট্রের নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ঢেলে সাজানো হচ্ছে পুলিশকেও। তবে ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের ওয়েবসাইটে এখনো ঝুলছে ‘ফ্যাসিস্ট’ খেতাব পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের ওয়েবসাইটের কাভারপেজে তিনটি ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা একটি জনসভায় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আর তার পাশে নিরাপত্তা কর্মী ও বিভিন্ন কর্মকর্তারা। ছবিটি বেশ পুরনো। এরপরও ওয়েবসাইটে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


ধারণা করা হচ্ছে, ৫ আগস্টের আগে সেই ছবি ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল। কিন্তু সরকার বদল হলেও সেটি আর সরানো হয়নি। বাহিনীটির দায়িত্বশীল কারও চোখেও বিষয়টি পড়েনি।  

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনাময় ছিল গোটা দেশ। বিভিন্ন সরকারি বাহিনী পর্যন্ত তাকে নিয়ে ব্যাপক মাতামাতির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তারা নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর ছবি বড় করে ঝুলিয়ে রাখত। ট্যুরিস্ট পুলিশ যেখানে দেশের পর্যটন স্পট, ইতিহাস-ঐতিহ্যের বিষয়টি তাদের ওয়েবসাইটের কাভারপেজে রাখতে পারত সেখানে তারা মূলত সরকারপ্রধানকে খুশি করতেই তার একটি সমাবেশের ছবি ঝুলিয়ে রেখেছে।  

তবে টুরিস্ট পুলিশের অন্যান্য রিজিয়নের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সেগুলোতে তারা ওই অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলোর ছবি আপলোড করেছেন। পাশাপাশি তাদের ফেসবুক পেজগুলোতে প্রতিনিয়ত আপডেট দেন। কিন্তু ঢাকা রিজিয়নের ফেসবুক পেজে তেমন কিছু পাওয়া যায়নি। সবশেষ চলতি বছরের ৩০ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পেজটিতে একটি পোস্ট দেওয়া হয়। এরপর থেকে আর কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন

রাজশাহীতে পুলিশের ‘সহযোগিতায়’ প্রকাশ্যে আওয়ামী লীগ!

পুলিশের ‘তছনছ’ হওয়ার বছর

এছাড়াও পেজটি ঘেঁটে দেখা গেছে, পুলিশ সুপারের বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের খবর প্রচার, তার এবং তার গ্রুপের ছবি প্রকাশ এবং বিভিন্ন মেলা বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি ও স্টাটাস ছাড়া টুরিস্ট সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মুখলিসুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘আমি এ বিষয়টি জানি না। বিষয়টি লজিস্টিক সাপোর্ট বিভাগ দেখে।’ তিনি যোগদানের পর ওয়েবসাইটটি দেখেননি বলেও জানান।

পরে ট্যুরিস্ট বিভাগের লজিস্টিক সাপোর্ট বিভাগের এসপি সাইদুল হাসানকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর