বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

এনআইডি সংশোধন: ঝুলে আছে ৪ লাখের বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৪ লাখের বেশি আবেদন ঝুলে আছে ইসি কর্মকর্তাদের টেবিলে। আগামী জুনের মধ্যে এ সকল আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসির জারি করা মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।


বিজ্ঞাপন


সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ০১-০১-২০১১ হতে ৩১-১২-২০২৪ পর্যন্ত ৩,৭৮,০০০ এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাস প্রোগ্রাম করে ৯৮,০৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া, ০১-০১-২০২৫ থেকে ১৬-০৩-২০২৫ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩,০২,২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে ১,৭৯,৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ০১-০১-২০১১ হতে অদ্যাবধি ৪,০২,৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

এনআইডি’র সকল কর্মকর্তাদের জুনের মধ্যে এসকল আবেদন নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেছেন তিনি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান যার সকল কার্যক্রম শেষ করে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর