বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বঙ্গভবনে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। 


বিজ্ঞাপন


ধর্ম উপদেষ্টা বলেন, রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

তার আগে ধর্ম উপদেষ্টা ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য জানান। এর ফলে আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতরে প্রতি বছরের মতো এবারও জাতীয মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয় ও সকাল ১০টায় হবে চতুর্থ জামাত হবে। পঞ্চম ও সবশেষ জামাত হবে বেলা পৌনে ১১টায়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর