বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

আলোচনা সাপেক্ষে সাত দিন পর্যন্ত ছুটি পাবেন পোশাকশ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

স্বজনদের সঙ্গে আসন্ন ঈদ উল ফিতর উদযাপন করতে ঘরমুখী মানুষের স্রোত বাস, লঞ্চ ও রেল স্টেশনগুলোতে। শহুরে কর্মজীবীরা ঈদের ছুটি শেষে আবারও যোগদান করবেন কাজে। কিন্তু কতদিন ঈদে ছুটি কাটাতে পারবেন?

জানা যায়, রফতানি পণ্য পোশাকখাতের কর্মীরা সরকারি ছুটি পাবেন তিন দিন। তবে এর সঙ্গে শ্রমিক-মালিক আলোচনা করে অতিরিক্ত ৫ থেকে ৭ দিনের ছুটি নিতে পারবেন। এসব ছুটি তাদের সাপ্তাহিক ও বাৎসরিক অর্জিত ছুটির সঙ্গে সমন্বয় করবেন।


বিজ্ঞাপন


বিজিএমইএ’র মহাসচিবের স্বাক্ষর করা নোটিশে জানানো হয়েছে, ঈদ উল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করেছে। তবে সেটি বেসরকারি কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই শ্রম আইন মোতাবেক বার্ষিক উৎসব ছুটি নির্ধারণ করতে হবে। যা ইতোমধ্যে বিজিএমইএ থেকে জানা‌নো হয়েছে।

এমন প‌রি‌স্থি‌তি‌তে শ্রমিক‌দের অ‌তি‌রি‌ক্ত ছু‌টির জন্য কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে শ্রম আইন অনুযায়ী দ্রুত ঈদ উল ফিতরের ছুটি কখন থেকে শুরু হবে তা নির্ধারণ করবে।

এ বিষয়ে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি তিন দিনই থাকছে। এর সঙ্গে অনেক কর্মী ৫ থেকে ৭ দিন অ‌তি‌রিক্ত ছুটি বাড়িয়ে নিচ্ছেন। এসব ছুটি অনেক আগে সপ্তাহিক বন্ধের দিন ডিউটি করে কাভার করেছেন। আবার কেউ কেউ এখন ছুটি কাটি‌য়ে পরে বন্ধের দিন ডিউটি করে সমন্বয় করবেন। এভাবে সরকারি তিন দিনসহ মোট ৮ থেকে ১০ দিন ছুটি নিচ্ছেন কর্মীরা। তবে ছুটিগুলো নির্ধারণ হচ্ছে শ্রমিক-মালিকের আলোচনা সাপেক্ষে; কারণ অনেক প্রতিষ্ঠানে কাজের চাপ আছে তারা চাইলেও অনেক বেশি ছুটি দিতে পারছে না।

উল্লেখ্য , চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল থাকবে এই ছুটি। এর ম‌ধ্যে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub