শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

একদিন পর পুরোপুরি নিভল সুন্দরবনের আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img
আগুনে সুন্দরবন্দের বড় অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের জীব-বৈচিত্র্যের আধার সুন্দরবনে লাগা আগুন একদিন পর পুরোপুরি নিভেছে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো সামনে আসেনি। 

রোববার (২৩ মার্চ) দুপুরে সুন্দরবনের আগুন পুরোপুরি নেভানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় সুন্দরবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে তিনটা ৫০ মিনিটের দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে শরণখোলা, বাগেরহাট, খুলনা, মংলা, মোড়লগঞ্জ এবং কচুয়া ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুনে কাজ করে।

আরও পড়ুন

সুন্দরবনে ২৩ বছরে ২৬ বার অগ্নিকাণ্ড, কেন পোড়ে বন?

সুন্দরবনে গত ২৩ বছরে ২৬ বার আগুনের ঘটনা ঘটেছে। সবই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। যদিও এ নিয়ে বনজীবীদের দ্বিমত আছে।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে এবার আগুনে পুড়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকা। এর আগের আগুনটি ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের এলাকায় ছিল। সব মিলিয়ে ২০০২ সাল থেকে আজ পর্যন্ত ঘটা ২৫টি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন