শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদ জাতীয় ইমাম পরিষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০২:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়েজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানানো হয়৷ এছাড়া ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়। 


বিজ্ঞাপন


কর্মসূচিতে ইমাম পরিষদের একরাম হোসেন বলেন, পবিত্র মাসে ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষদের ওপর যে অত্যাচার ও জুলুম শুরু করছে এটা মেনে নেওয়া যায় না। তারা স্পষ্ট ভাবে আন্তজার্তিক মানবাধিকার লঙ্ঘন করছে কিন্তু তাদের কেউ কিছু বলার নাই। কারণ তারা বিশ্বের ক্ষমতাধরদের কাছের। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে কাজ করার আহ্বানও জানান তিনি। 

হাফিজুর রহমান হাফিজ বলেন, ফিলিস্তিনের গাজায়  নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। বিশ্বের কোনো জায়গার মানুষকে এত অত্যাচার ও জুলুম সহ্য করে থাকতে হয় না। কিন্তু তারা নিজ দেশে এত বেশি নির্যাতিত হচ্ছে। 

সংগঠনের সহ-সভাপতি এনামুল হক বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। যুদ্ধবিরতির সময়েও তারা নারী, শিশুসহ নিরীহ মানুষদের ওপর হামলা করছে। বছরের পর বছর ধরে গাজায় বিশ্বের সবচেয়ে বেশি মানুষ নির্যাতিত হচ্ছে কিন্তু দেখার মতো কেউ নেই। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। মুসলিম বিশ্বের একটা শক্তিশালী ভূমিকা এই জঘন্যতম নির্যাতন বন্ধ করতে পারে। 
 
কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২০ জনের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এএসল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর