পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক ও রেলপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রোববার (৯ মার্চ) দুপুরে এক বিশেষ সভা শুরু করেছে আন্তঃমন্ত্রণালয়।
বিদ্যুৎ ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিজ্ঞাপন
আন্তঃমন্ত্রণালয় সভায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও জনপদ অধিদফতর, বিআরটিএ, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, জন নিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার, জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, সব উপজেলা নির্বাহী অফিসার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাসহ আরও অনেকে উপস্থিত ও অনলাইনে যুক্ত আছেন।
এমআর/এফএ