রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

হোটেল-রেস্টুরেন্টের অগ্নিনিরাপত্তা দেখভালে মাঠে নামছে উত্তর সিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

loading/img
গতকাল একুশে টিভির ভবনের নিচতলায় আগুন লাগে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত হোটেল-রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না তা দেখতে মাঠে নামছেন সংশ্লিষ্টরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে এই অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার রাতে কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর এই ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নিনিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। পাশাপাশি সিটি করপোরেশনের আওতাধীন এলাকার পরিস্থিতি দেখভাল করারও নির্দেশ দিয়েছেন।


বিজ্ঞাপন


কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসি'র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন এবং সার্বক্ষণিক খোজ খবর নেন। তিনি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন।

পাশাপাশি কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের ভবনে ও রেস্টুরেন্টে যথাযথ অগ্নি নিরাপত্তা ছিল কিনা খতিয়ে দেখতে ডিএনসিসি'র সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর