বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

শীতে চরম দুর্ভোগে ঠিকানাহীন মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

উত্তরাঞ্চলসহ দেশের অধিকাংশ অঞ্চলে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে কাঁপছে মানুষ। স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বেড়েছে রাজধানীতেও। তীব্র শীতে চরম দুর্ভোগে রয়েছে ছিন্নমূল মানুষ ও পথশিশুরা। কঠিন শীতেও রাজধানীর ফুটপাতে, খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবনযাপন করছে এসব মানুষ।

শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় দেখা যায়, স্টেশনের আশপাশের ফুটপাত এলাকায় জুবুথুবু হয়ে শুয়ে আছে মানুষ। স্টেশনে প্রবেশ পথের পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কিছু পথশিশু। পর্যাপ্ত কাঁথা-কম্বলের অভাবে অনেকেই শীতে ঠকঠক করে কাঁপছে। 


বিজ্ঞাপন


thikana_hin_1

ফুটপাত ঘেঁষে চটের ওপর শুয়ে থাকা ষাটোর্ধ নারী  চাম্পা বেগম বলেন, বহুত ঠান্ডা শুরু হইছে। একটা কাঁথা দিয়া থাকন যায় না। কেউ একটা কম্বলও দেয় না। খুব কষ্টে আছি। একই এলাকার পথশিশু জাহিদ বলেন, রাইতের বেলা কাগজ পোড়াই। তাও ঠান্ডা লাগে। ঠান্ডায় ঘুমান যায় না।

আরও পড়ুন

মাসজুড়েই থাকবে শীতের দাপট, আসছে শৈত্যপ্রবাহ

শুধু কমলাপুর এলাকাতেই নয় রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষকে শীতে কাতরাতে দেখা গেছে। বিশেষ করে সকালবেলা রাজধানীর গুলিস্তান, মতিঝিল, হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন এলাকার ফুচপাতে রাত্রীযাপন করতে দেখা যায় তাদের। তীব্র শীতেও সীমাহীন দুর্ভোগে থাকেন এসব মানুষ। মাঝেমধ্যে সরকারের পক্ষ থেকে কিংবা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে কিছু কম্বল ও শীতের কাপর দিলেও তা চাহিদার বিপরীতে খুবই সামান্য।


বিজ্ঞাপন


এদিকে শুক্রবার (১২ জানুয়ারি) চার জেলার ওপর পর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ দেশের ১৩ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন

১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

এ অবস্থায় রোবাবর (১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

thikana_hin_2

এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের (পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলা) ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলী ও চুয়াডাঙ্গায়। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

টিএই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub