শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

শপথ নিয়েই প্রবাসীকে ব্যারিস্টার সুমনের ‘স্যালুট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

শপথ নিয়েই প্রবাসীকে ব্যারিস্টার সুমনের ‘স্যালুট’

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েই দুবাই থেকে আসা এক প্রবাসীকে স্যালুট দিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (দুপুরে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দুবাই থেকে আসা আফজাল হোসেন নামে এক প্রবাসীকে স্যালুট করেন হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ব্যারিস্টার সুমন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এমপি হিসেবে শপথ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

এ সময় সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আজ আমার জীবনের সেরা একটি দিন। এমপি হিসেবে শপথ নিয়ে চলে এসেছি এয়ারপোর্টে। কারণ আমি দুবাইতে একটা বক্তব্যে বলেছিলাম জীবনে যদি কখনো এমপি হই তাহলে একজন প্রবাসীকে স্যালুট দিয়ে আমার কাজ শুরু করব। প্রবাসীদের জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি প্রবাসীদের আয়ে আমাদের অর্থনীতির চাকা ঘুরে এবং তারা অর্থনীতিতে বড় অবদান রাখে। প্রবাসীদের স্যালুট দেওয়ার মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। এরপর আমার এলাকায় যাব।’

এ সময় দুবাই থেকে আসা আফজাল হোসেন নামে এক প্রবাসীর সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। তারা কী কী সমস্যার সম্মুখীন হন এসব বিষয় জানতে চান।

sumon


বিজ্ঞাপন


ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি যেদিন এমপি হিসেবে শপথ নিলাম, সেদিন একজন প্রবাসীর সমস্যা দিয়ে শুরু করলাম। আমি ওনাকে একটা স্যালুট দিচ্ছে যে ওনাদের টাকায় আমাদের অর্থনীতি চলে। আমি সেজন্য কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এমপি মনে করি একটা দায়িত্ব। দায়িত্ব পালন করতে চাই। আমি সংসদে গিয়ে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলব।’ এ কথা বলার পর প্রবাসী আফজাল হোসেনকে স্যালুট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সুমন।

আরও পড়ুন

আমি জয় বাংলার লোক, শপথের পর শাহজাহান ওমর

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে শপথগ্রহণ করেন তিনি। শপথের পর ব্যারিস্টার সুমন বলেন, ‘আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন

ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী প্রতিমন্ত্রী মাহবুব আলী

ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৭ জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করেন। ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার সুমন পান ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পান ৬৯ হাজার ৫৪৩ ভোট।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর