শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

‘আমার এজেন্ট আমিই পাই নাই, আপনি পাবেন কিভাবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

‘আমার এজেন্ট আমিই পাই নাই, আপনি পাবেন কিভাবে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ সংসদীয় আসনে মোট প্রার্থী সংখ্যা ৬ জন। এর মধ্যে তিনজন প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্রে পাওয়া গেলেও বাকীদের কোনো খবর পাওয়া যায়নি। অপরদিকে, ঢাকা-১৪ আসনে প্রার্থী সংখ্যা ১৪ জন হলেও ভোটের মাঠে ৬ জনের বেশি পাওয়া যায়নি। তবে সবারই ভাষ্য, ভোট হচ্ছে সুষ্ঠু। 

রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসনের অন্তত ২০টি কেন্দ্র ঘুরে এ তথ্য মিলেছে।


বিজ্ঞাপন


ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। আসনটির প্রতিটি কেন্দ্রে এবং কেন্দ্রের প্রতিটি বুথে পোলিং এজেন্ট আছে নৌকার। প্রায় সমহারে এজেন্ট পাওয়া গেছে ফুলের মালা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া কামরুল আহসানের। 

আরও পড়ুন

নৌকা ছাড়া দেখা নেই অন্য প্রার্থী-এজেন্টদের

তুলনামূলক কম হলেও এজেন্ট পাওয়া গেছে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) প্রার্থী মো. সোহেল সামাদ বাচ্চুর। 

বাকী তিন প্রার্থীর কারও কোনো এজেন্ট পাওয়া যায়নি। মোমবাতি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মো. জাফর ইকবাল নান্টুর কোনো এজেন্ট ভোটকেন্দ্রে দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে এই প্রার্থী বলেন, আমি তো এজেন্ট দিয়েছিলাম। সকালে কাউকে পাই নাই। একজন এজেন্টও আসে নাই। আমার এজেন্ট আমিই তো পাই নাই। আপনি পাবেন কিভাবে!


বিজ্ঞাপন


agent_new_1

তবে ভোট সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন এই প্রার্থী। একই দাবি ফুলের মালা প্রতীকের প্রার্থী কামরুল আহসানের। 

ঢাকা মেইলকে তিনি বলেন, ভোটার উপস্থিতি কম। তবে শান্তিপূর্ণ পরিবেশ আছে। আলহামদুলিল্লাহ সুষ্ঠু হচ্ছে।

আরও পড়ুন

ভোটে এগিয়ে বরিশাল, পিছিয়ে রাজশাহী

ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২৭০টি ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৩৭ জন। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা ওয়াজিব উল্লাহ ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, ঢাকা-১৪ আসনের ১৪৮ নং কেন্দ্র শাপলা বিদ্যানিকেতন। কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৯৬৫ জন। বেলা ১২টা পর্যন্ত ৩০২টি ভোট পরেছে। 

ভোটকেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা নূরে আলম ঢাকা মেইলকে জানান, ১৪ প্রার্থীর মধ্যে ৬ জনের এজেন্ট আছে। বাকীরা আসেইনি। 

কারই/এমআইকে

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর