শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঝাল পুলি পিঠার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

ঝাল পুলি পিঠার রেসিপি

পুলি পিঠা কে না পছন্দ করেন। কেউ নারকেলের পুর দেওয়া পুলি খান। কেউবা পছন্দ করেন তিলের পুর। কিন্তু মিষ্টি খাবার অনেকে পছন্দ করেন না। তারা চাইলে বানিয়ে ফেলতে পারেন ঝাল পুরি। মাংসের পুর দেওয়া এই পুলি বিকেলের আড্ডা জমিয়ে তুলবে। চলুন জেনে নিই রেসিপি- 

উপকরণ


বিজ্ঞাপন


চালের গুঁড়া- ৩ কাপ 
হাড়ছাড়া মুরগির মাংস (কিমা করা)- ২ কাপ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
পেঁয়াজ কিউব করে কাটা- ২ কাপ
কাঁচামরিচ কুচি- ৫টি

puli
হলুদ গুঁড়া- আধা চা চামচ
কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ
গুঁড়োদুধ- ১ টেবিল চামচ
তেল- পরিমাণমতো
দারুচিনি- ৩ টুকরো
এলাচ- ৪টি
পানি ও লবণ- পরিমাণমতো

puli

প্রণালি


বিজ্ঞাপন


প্রথমে পিঠার পুর তৈরি করে নিতে হবে। তেলে দারুচিনি, এলাচ দিন। এরপর পেঁয়াজ দিন। পেঁয়াজ নরম হয়ে এলে মাংসের কিমা এবং সব মসলা দিন। সামান্য দিয়ে ভুনা করে পানি শুকিয়ে নিন। নামানোর আগে কর্নফ্লাওয়ার আর গুঁড়োদুধ দিন।  

>> আরও পড়ুন: হোয়াইট স্যুপ রেসিপি

>> আরও পড়ুন: নাশতায় ‘এগ ললিপপ’

>> আরও পড়ুন: সুস্বাদু আলু স্যান্ডউইচের রেসিপি

এবার খামির তৈরির পালা। একটি পাত্রে পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। চাইলে চালের গুঁড়ার বদলে ময়দা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নরমাল তাপমাত্রার পানি দিয়ে খামির তৈরি করতে হবে।

puli

খামির থেকে রুটি তৈরি করে মাংসের পুর দিয়ে পুলি পিঠার আকৃতি দিতে হবে। 

কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পিঠাগুলো সোনালি রঙা করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সস কিংবা রায়তার সঙ্গে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর