মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিঁথির ধরন বলে দেবে কেমন নারী আপনি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

সিঁথির ধরন বলে দেবে কেমন নারী আপনি

একেক নারী একেকভাবে চুল সাজান। সিঁথি কাটেন নিজের পছন্দমতো। কেউবা বাঁয়ে, কেউ ডানে। আবার অনেকেই সিঁথি করেন মাঝ বরাবর। জানেন কি, কেবল এই ছোট্ট কাজের ধরনেই আপনার সম্পর্কে অনেক কিছু বলা সম্ভব? 

সিঁথির ধরন দেখে বোঝা যায় একজন নারী ব্যক্তিত্বও। আপনি কোন পাশে সিঁথি কাটেন? চলুন জেনে নেওয়া যাক সিঁথির ধরন অনুযায়ী আপনি কেমন মানুষ- 


বিজ্ঞাপন


hair

যারা বাম দিকে সিঁথি কাটেন 

যেসব নারীরা বাঁ দিকে সিঁথি করতে ভালোবাসেন তারা বিশ্লেষণাত্মক স্বভাবের হয়। এমন নারীরা পুরুষালি স্বভাবের হয়ে থাকে। কেবল আবেগ নয়, এমন নারীরা যুক্তিতেও বিশ্বাসী। বাঁ দিকে সিঁথি করেন এমন নারীরা অপরের ওপর নির্ভরশীল হন না। তারা স্বাধীনচেতা স্বভাবের হন। 

>> আরও পড়ুন: পেঁয়াজের রস আসলেই কি চুল পড়া কমায়?


বিজ্ঞাপন


তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এমন মানুষরা সব কাজই গুছিয়ে করতে পছন্দ করেন। নিজেকে নিয়েই থাকতে ভালোবাসের এরা। অন্যরা কী ভাবল, তাতে তাদের কিছু আসে যায় না। এমন নারীরা ক্ষমতায় থাকতে পছন্দ করেন।

hair

যারা ডান দিকে সিঁথি কাটেন 

ডান দিকে সিঁথি কাটেন এমন নারীরা খুব নরম ও সংবেদনশীল স্বভাবের মানুষ হন। অন্যের পাশে থাকতে ভালোবাসেন তারা। এরা আত্মকেন্দ্রিক স্বভাবের হন না। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন।

>> আরও পড়ুন: চুলে কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানেন কি?

তবে খুব বেশি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না এমন মানুষরা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হৃদয় দিয়ে ভাবেন, মস্তিষ্ক দিয়ে নয়। হাসিখুশি থাকতে পছন্দ করেন সবসময়।

hair

যারা মাঝে সিঁথি কাটেন 

যেসব নারী মাঝে সিঁথি কাটতে পছন্দ করেন, তারা ভারসাম্যপূর্ণ, পরিষ্কার মনের, নির্ভরযোগ্য হন। এরা বুদ্ধিমান, নম্র এবং অত্যন্ত সরল প্রকৃতির মানুষ হন। জীবনে উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন এরা। কঠিন পরিস্থিতি সামনে এলে খুব ঠান্ডা মাথায় সেটা সামাল দিতে পারেন এমন নারীরা। 

আপনি কোনদিকে সিঁথি কাটেন? নিজের বৈশিষ্ট্যের সঙ্গে মিল খুঁজে পেলেন কি? 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর